বিসমিল্লাহির রহমানির রহিম
আস্সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়াতে ভাল আছি, আজ আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলব সেটা হল টুইটার, আজ আমরা জানব টুইটার একাউন্ট কি, তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা
প্রশ্ন- টুইটার কি?
উত্তর– টুইটার হচ্ছে আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট
প্রশ্ন–টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর— জ্যাক ডোরসে, নোয়া গ্লাস, বিয স্টোন ও ইভান উইলিয়ামস।
আশা করি বুঝতে পারছেন টুইটার কি, আজ এই পর্যন্ত, আবার কথা হবে অন্য কোন দিন অন্য কোন টপিক নিয়ে, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ